ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৩, ২৭ জুন ২০২০

জয়পুরহাটের আক্কেলপুরে খেত থেকে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে শালা ও ভগ্নিপতির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় রাইকালী ইউনিয়নের চন্দ্রপাইল গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার দুধকুড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে সাকিন হোসেন (২২) ও আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন (১৯)।  

রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান হামিদ জানান,সাকিন হোসেন তাঁর শ্বশুরবাড়ি চন্দ্রপাইল গ্রামে বেড়াতে এসেছিলেন। শনিবার সন্ধ্যায় আলম হোসেন তাঁর ভগ্নিপতির সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ খেতে মরিচ তুলতে গিয়েছিল। 

এসময় ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা দু’জন খেতের পাশে তাল গাছের নিচে গিয়ে দাঁড়ান। সেখানে বজ্রপাতে তাঁদের দু’জনের মৃত্যু হয়।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,খেতে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে শালা ও ভগ্নিপতি মারা গেছেন। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি