ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৬, ২৮ জুন ২০২০ | আপডেট: ১০:০৪, ২৮ জুন ২০২০

দুর্ঘটনা কবলিত ট্রাক

দুর্ঘটনা কবলিত ট্রাক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী একটি ট্রাক ডিভাইডারের উপর উল্টে পড়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, ‘রাত আড়াইটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহার পাত ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-২৩৩৯) মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে ডিভাইডারের উপর উল্টে যায়। এতে পাতের নিচে চাপা পড়ে ৩ যাত্রী নিহত হয়েছে। তবে, এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পাতের নিচে আটকে পড়া লাশ উদ্ধারের চেষ্টা করে পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহতদের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এমএস/এআই

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি