ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৩৬ দাবীতে মোংলা বন্দরে সিবিএ’র বিক্ষোভ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪০, ২৮ জুন ২০২০

৩৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দরে বিক্ষোভ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)। রোববার (২৮ জুন) দুপুরে বন্দর এলাকায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ চত্বরে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। 

বিক্ষোভ শেষে বক্তৃতায় সিবিএর সাধারণ সম্পাদক মো: ফিরোজ বলেন, বন্দর চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে তাদের এ দাবী নামা পেশ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তিনি এ নিয়ে সিবিএ এবং কর্মচারীদের সাথে কোন ধরণের আলাপ-আলোচনায় বসছেন না। বরং নানা কৌশলে তিনি সিবিএকে এড়িয়ে যাচ্ছেন। 

এ সময় তিনি আরো বলেন, বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি যে বেশ কয়েকটি পন্টুন ও বয়া ক্রয় করেছেন তাও অপ্রয়োজনীয় এবং অতিরিক্তি অর্থ ব্যয়/অপচয় করেছেন। এছাড়া তারা বক্তৃতা ও শ্লোগানে বন্দর চেয়ারম্যান ও পরিচালক প্রশাসনের কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলে তাদের অপসারণ দাবী করেন।

এদিকে এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহাজাহান বলেন, ‘সিবিএর দাবীর বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি কমিটি করে দেয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর তা বাস্তবায়নের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওই দাবীর মধ্য হতে ইতিমধ্যে বেশ কিছু দাবী বাস্তবায়নও করা হয়েছে। 

পরিচালক প্রশাসনের বিষয়ে তিনি বলেন, তার বিষয়ে কেউ কখনও তাকে মৌখিক ও লিখিতভাবে জানাননি, ফলে তার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এছাড়া পন্টুন ও বয়া ক্রয়ের বিষয়ে তিনি বলেন, এগুলো তিনি আসার আগে ক্রয় করা হয়েছে। এখানে তার কোন সম্পৃক্ততা নেই’।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) বিক্ষোভ কর্মসূচীতে সিবিএর সভাপতি সাইজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান শাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি