ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৮, ২৮ জুন ২০২০

‘রাখিব যতনে সেবা ও কল্যাণে’এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রোগাক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 

আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে এ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ক্যান্সারের ৫৪, কিডনী ২৬, স্ট্রোকে প্যারালাইজড ১৯, জন্মগত হৃদরোগে ১, লিভার সিরোসিস ২ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিনজনসহ মোট ১০৫ জন রোগীকে আর্থিক সহায়তা দেয়া হয়। এতে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি