ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাভারে ৭ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ২৮ জুন ২০২০ | আপডেট: ২১:০১, ২৮ জুন ২০২০

সাভারের আশুলিয়ায় উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানের ভাতিজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট তল্লাশী চালিয়ে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার দুপুর ২টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) হারুন-অর-রশিদ। 

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার এশিয়া প্যাসিপিক কো-অপরেটিভ সোসাইটির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকরা হলো- সাভার উপজেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার দেলোয়ার হোসেন খাঁন এর ছেলে শামীম খাঁন (৩০), ধামরাই থানার বালুয়াপাড়া এলাকার বচিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান মফিজ (৩০), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে মো. বেলাল (৩১), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার দুলচারা খান পাড়া এলাকার ইসমাইল খানের ছেলে মামুন খাঁন (৩৫), জামালপুর জেলার মাদাগঞ্জ থানার বিনত টংগী এলাকার আলতাফুর রহমানের ছেলে নাজমুল ইসলাম (৩০), আশুলিয়া থানার উত্তর জামগড়া, মনির মার্কেট এলাকার হাবিুবুর রহমানের ছেলে এমএ সাঈদ ও একই থানার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১)।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় রাস্তার উপরে ভ্রাম্যমান অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আশুলিয়া থানা পুলিশ। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি