ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলা পোর্ট পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৯, ২৮ জুন ২০২০

মোংলা পোর্ট পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুর ১২টায় পৌরসভার সভাকক্ষে ১০২ কোটি পাঁচ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। 

বাজেটে উল্লেখিত পরিমাণই আয় এবং ব্যয় ধরা হয়েছে। বাজেটে সাধারণ সংস্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য ও প্রয়ঃপ্রণালীসহ ৯টি খাতে ব্যয়ের হিসেব উল্লেখ করেন মেয়র। এ সময় ট্যাক্স, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদানসহ ৯টি খাতে আয় ধরা হয়েছে বলে জানান তিনি। 

বাজেট অনুষ্ঠানে পৌরসভার সচিব অমল কৃষ্ঞ সাহা, কাউন্সিলর আলা উদ্দিন, মোঃ রাজ্জাক, ইমান হোসেন, ইউনুচ আলী ও খোরশেদ আলম উপস্থিত ছিলেন।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি