কলারোয়া সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
প্রকাশিত : ২১:২৩, ২৮ জুন ২০২০
ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (২৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলার কেঁড়াগাছির সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার সাংবাদিকদের জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির সদস্যরা কেঁড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকার মতো।
কেআই/
আরও পড়ুন