ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি হলেন ড. যশোদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২৮ জুন ২০২০

ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি।

ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্রের ৮(খ.৫) ধারায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও ফরিদপুর পৌরসভা শাখা কমিটিও গঠিত হয়েছে। 

রোববার (২৮ জুন) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী স্বাক্ষরিত পত্রে ড. দেবনাথকে নির্বাচিত করা হয়।

ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি ২০০৬ সালে প্লাস্টিক কার্ড আইডি লিমিটেড-এর পরিচালক, ২০১১ সালে প্রটেক্টশন অন প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান, ২০১২ সালে রাজেন্দ্র ইকো রিসোর্ট, একই সালে ইমপ্রুভমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর পরিচালক, ২০১৩ সালে মানিপ্লান্ট লিংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, একই সালে টেকনোকনফিডেন্স সিকিউরিটিস লিমিটেড এর চেয়ারম্যান, ২০১৫ সালে ডেল্টা ফোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, একই সালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালক, ২০১৯ সালে এন আর বি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালক, ২০১৯ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক, পে-ইউনিয়ন (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, লেনদেন বিডি লিমিটেড এর চেয়ারম্যান, শ্যামপুর সুগার মিল লিঃ এর পরিচালক (স্বতন্ত্র), ব্যাংকিং লিজিং এবং সিক ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান, ২০২০ সালে এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডে এর পরিচালক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন।

ড. যশোদা জীবন দেবনাথ, সিআইপি এই অর্জনের জন্য সকল মহল ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি