ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ২৮ জুন ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ি এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করেছে।  

জানা যায়, সদর উপজেলা মোহাম্মদপুর গিলাবাড়ি এলাকার রমজান আলী নামে ব্যক্তি গত বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে খাওয়ার লোভ দেখিয়ে মোটরসাইকেলে উঠিয়ে স্থানীয় একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে রেজাউল নামে আরও এক যুবকসহ রমজান ওই শিশুকে পালাক্রমে ধর্ষণ করে। 

এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে আসতে দেখে ধর্ষকরা ওই শিশুকে আবার মোটরসাইকেলে উঠিয়ে বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীদের কাছে ধর্ষণের ঘটনা জানতে পেরে শিশুর বাবা রেজাউল ও রমজান আলীকে আসামী ঠাকুরগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, থানায় মামলা দায়েরের পর তাৎক্ষণিক এক আসামীকে আটক করা হয়েছে। বাকি আর এক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি