ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় আরও ১৫৮ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ২৮ জুন ২০২০ | আপডেট: ০০:১২, ২৯ জুন ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ১৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২৩২ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৫৫ জন, আদর্শ সদরে ১০ জন, মুরাদনগরে ১৮ জন, সদর দক্ষিণে ২১ জন, নাঙ্গলকোটে ১৭ জন, বরুড়ায় ৫ জন, বুড়িচংয়ে ৯ জন, চৌদ্দগ্রামে ১০ জন, লালমাইয়ে ১ জন, দাউদকান্দিতে ১ জন, দেবীদ্বারে ১০ জন ও ব্রাহ্মনপাড়ায় ১ জন। নতুন ৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৯১ জন।  

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩২৩২ জন আর মৃত্যুবরন করেছেন ৯১ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৩২৩২ জনের মধ্যে আজকের ৩৪ জনসহ ১৩০৬ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৮২০ জন, দেবীদ্বারে ৩১৯ জন, মুরাদনগরে ২৩৬ জন, চান্দিনায় ১৮৮ জন, লাকসামে ১৯৪ জন, চৌদ্দগ্রামে ২৪১ জন, বুড়িচংয়ে ১৬৪ জন, নাঙ্গলকোটে ১৯০ জন, আদর্শ সদরে ১২২ জন, দাউদকান্দিতে ১৪০ জন, সদর দক্ষিনে ৯৫ জন, তিতাসে ৯৪ জন, ব্রাহ্মনপাড়ায় ৫২ জন, বরুড়ায় ৮৯ জন, মনোহরগঞ্জে ৮৭ জন, হোমনায় ১১০ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৪৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ৩২৩২ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ  ১৮৩০৮ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৬,৭১৪ জনের।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি