ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান সস্ত্রীক করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২০, ২৯ জুন ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তার স্ত্রী তাপসী দক্ত দীপিকা করোনা আক্রান্ত হয়েছেন।

তাদের গ্রামের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামে।

বর্তমানে এ দম্প্রতি সুনামগঞ্জ জেলা শহরের হাসনগরস্থ হোসেন বখত চত্বরে নিজ বাসায় আইসোলেশানে রয়েছেন।

বাবুল চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

রোববার রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ২৫ জুন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী ও তার স্ত্রী তাপসী দক্ত দীপিকা করোনা পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।

এরপর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়।
সেখান থেকে ২৭ জুন শনিবার রাতে এ দম্প্রতির করেনা পজেটিভ রিপোর্ট আসে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি