ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

নাটোরে শহীদ মুক্তিযোদ্ধা রঞ্জুর বাবার মৃত্যু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২৯ জুন ২০২০

নাটোরের রণাঙ্গনের শহীদ মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী রঞ্জুর বাবা শতবর্ষী আলহাজ আব্দুর রহমান ওরফে আলু মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন)। 

রোববার (২৮ জুন) রাত ৮টায় শহরের কানাইখালী এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  তিনি। 

আজ সোমবার বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শহীদ রঞ্জুর কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যাসহ বহু শুভাকাঙ্খী রেখে যান।

মরহুমের তৃতীয় সন্তান আব্দুর রহমান অনু জানান, ‘মৃত্যুর সময় বাবার বয়স হয়েছিল ১০০ বছর ৫ মাস। ১৯২৬ সালে তিনি জন্মগ্রহণ করেন। বাবা একজন কৃতি ফুটবলার ছিলেন। গোলরক্ষক হিসেবে টাউন ক্লাবের হয়ে খেলতেন তিনি।’

এআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি