ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গলে নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৫, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় তিন লক্ষাধিক টাকার নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক জব্দ করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কর্মকর্তারা। 

এ সময় ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি। একই সময়ের অতিরিক্ত বাড়তি দামে স্যানিটাইজার বিক্রির দায়ে আরেক প্রতিষ্ঠানকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন জানান, ‘আজ সোমবার দুপুরে শহরের পোস্ট অফিস রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউসের সামনে বসা হাসু তালুকদারকে নামে এক বিক্রেতা ২০ হাজার টাকা ও জয়ন্তী এন্টার প্রাইজকে অতিরিক্ত মূল্যে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ নকল সরঞ্জাম জব্দ করা হয়। পরে প্রকাশ্যে তা ধ্বংস করা হয়।’

অভিযানে অংশ নেয়া র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এ এস পি সৌমেন মজুমদার জানান, ‘অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল স্যানিটাইজার, পিপিই ও মাস্ক আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। যার মূল্য ৩ লক্ষাধিক টাকা হতে পারে। চলমান অভিযান অব্যাহত থাকবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি