ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ২৯ জুন ২০২০ | আপডেট: ১৭:২১, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর সিনিয়র সাংবাদিক তবিবুর রহমান মাসুমের (৫২) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে। সোমবার দুপুরে মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে তাকে শায়িত করা হয়েছে। এর আগে বাদ জোহর রাজশাহীর হজরত শাহমখদুম (র.) জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

নগরের পাঠান পাড়া এলাকা বাসিন্দা তবিবুর রহমান মাসুম দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ছিলেন। প্রত্রিকাটির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ ২৬ বছর এ পত্রিকায় তিনি অত্যন্ত ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী জেলা সংবাদদাতা ছিলেন। ক্রীড়াঙ্গনের সাংবাদিক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খেলাধুলার নানা আসরের খবর সংগ্রহে তিনি বিশ্বের নানা দেশ ভ্রমণ করেছেন। মাসুম সাংবাদিকতার পাশাপাশি নগরীর বঙ্গবন্ধু কলেজে শিক্ষকতা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন।

সাংবাদিক তবিবুর রহমান মাসুমের স্ত্রী রেবেকা সুলতানা জানিয়েছেন, প্রায় দুই সপ্তাহ ধরে জ্বর-কাশি ছিল মাসুমের। কোনোভাবেই জ্বর কমছিল না। হঠাৎ রোববার সন্ধ্যার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। করোনা সন্দেহে দ্রুত তাকে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হয়। সেখানে অক্সিজেন দেয়া হলে মাসুমের ভালো লাগে। কিন্তু শারীরিক অবস্থা ভালো ছিল না বলে মিশন হাসপাতালের চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। এরপর দ্রুত তাকে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী জানান, গত শুক্রবার তিনি এবং তার স্ত্রী রেবেকা সুলতানা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু রোববার রাতে মাসুমের মৃত্যুর পর দেয়া রিপোর্টে তাদের দু'জনেরই করোনা নেগেটিভ এসেছে।
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি