ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ২৯ জুন ২০২০

সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আব্দুল মান্নান নামের ধর্ষণকারীকে (৩৮) আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ী এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নিজ বোড়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরে সেখানে তাকে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে  আব্দুল মান্নান।

পরে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার বোনকে জানালে তার বোন ধর্ষণকারী আব্দুল মান্নানকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আজ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি