ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হিলিতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ২৯ জুন ২০২০

দিনাজপুরের হিলিতে মহিলাদের আয়বর্ধক তিন মাসব্যাপী সেলাই ও বাটিক প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ হাজার টাকার চেক ও সনদ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত মহিলাদের জন্য আয়বর্ধক (আইডিএ) প্রশিক্ষণ প্রকল্পে উপজেলার ৪৮ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা,পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর,খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান,হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ অনেকে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি