ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১১, ২৯ জুন ২০২০

মুজির জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় ৩ শতাধিক গর্ভবতী নারীদের মাঝে পুষ্টিকর খাবার,ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করে। 

সোমবার (২৯ জুন) দিনব্যাপি চুয়াডাঙ্গার দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজে জেলা স্বাস্থ্য বিভাগ ও ৭১ ফিল্ড এ্যাম্বুলেন্সের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। 

গর্ভবতী নারীদের চিকিৎসা, ওষুধ, পুষ্টিকর খাবার, সাবান, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সেনাবাহিনীর ব্রিগিডিয়ার জেনারেল ফয়সাল বাতেন, মেজর রাজিব জাহান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি