ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আলট্রাসনোগ্রাম মেশিন

এম হেদায়েত,সীতাকুণ্ড 

প্রকাশিত : ২১:৪৭, ২৯ জুন ২০২০

প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হলো আলট্রাসনোগ্রাম মেশিন। সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় এর অনুপ্রেরণা এবং সুপারিশে গতকাল রবিবার সকালে এ আলট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম চালু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

প্রতিদিন (সরকারী ছুটির দিন বাদে) অফিস চলাকালীন সময়ে রোগীদের আলট্রাসনোগ্রাম করা যাবে। এজন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়াও স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির এবং সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে অত্ব্যাধনিক আল্ট্রা সনোগ্রাম মেশিন সংযোজনের মাধ্যমে চিকিৎসা সেবা একধাপ এগিয়ে যাওয়ায় সীতাকুণ্ডের সাধারণ জনগন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি