ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২০, ২৯ জুন ২০২০ | আপডেট: ২৩:২৫, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমিল্লা হাড়ি নামক স্থানে দ্রুতগতির ঢাকাগামী শ্যামলী পরিবহন নামে একটি কোচ যাত্রীসহ একটি রিকশাভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ৭০ বছর বয়সী গিয়াস উদ্দিন ওরফে বাতাসু ছিটকে কোচের চাকার নিচে পড়ে যায়। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।  

এ সময় কোচটি তাকে পিষ্ট করে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। 

খবর পেয়ে পুলিশ গিয়ে প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত গিয়াস উদ্দিন জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর ধনন্দগাও গ্রামের মৃত.দারাজ উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামে একটি জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি