ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪২, ২৯ জুন ২০২০ | আপডেট: ২৩:৪৫, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার আলিআটনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রসেনা খাতুন (৪৫) আলমডাঙ্গা উপজেলার আলিআটনগর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী ও ছেলের স্ত্রী ফরিদা পারভিন আহত হয়।

জানা যায়, বাড়ির উঠানের উপর দিয়ে পাখি ভ্যানের চার্জ দেওয়ার বৈদ্যুতিক তার ও কাপড় মেলার তার পাশাপাশি ছিল। বৈদ্যুতিক তার লিক থাকার কারণে কাপড় মেলার তার বিদ্যুতায়িত হয়ে যায়। 

সোমবার বিকালে রাসেনা খাতুন ভেজা কাপড় মেলে দেওয়ার সময় অসাবধানতাবশত তারে হাত লাগলে বিদ্যুৎস্পষ্ট হয়। চিৎকার করলে পাশে থাকা ফরিদা পারভিন ছুটে এসে শ্বাশুড়িকে বাঁচাতে আসলে আহত। রসেনা খাতুন ঘটনাস্থলে মারা যায়। ফরিদা পারভিনের হাত পুড়ে যায়। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি