ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় যমুনার পানিতে ১০ গ্রাম প্লাবিত

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১৫, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে পানি আরও বাড়তে থাকবে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মথুরাপুর পয়েন্ট থেকে এই তথ্য নেয় পানি উন্নয়ন বোর্ড।

জেলা পাউবো সূত্রে জানা যায়, আম্পানের পরবর্তী সময়ে অতিবৃষ্টি দেখা দেয়। এর ফলে উজানের দিক থেকে পাহাড়ি ঢলের পানি নামতে থাকে।

এতে করে যমুনার ঢলে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা, কর্নিবাড়ি, বোহাইল, চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং ধুনট উপজেলার ভান্ডারবাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যাকবলিতরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আশ্রয় নিতে শুরু করেছেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি