ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে আরও ৫৪ জনের করোনা শনাক্ত 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৬, ৩০ জুন ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৩ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৮ জন। আর প্রাণহানি ঘটেছে ৩৯ জনের।

আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতোমধ্যেই রেডজোন ঘোষণা করেছে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি। কিন্তু গত ১২ জুন থেকে শুধুমাত্র কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডে লকডাউন কার্যকর রয়েছে। 

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাক কর্মীরা রয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়। যেখানে এখন পর্যন্ত ২ হাজার ৬১ জন করোনার শিকার হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা কালিয়াকৈর উপজেলার আক্রান্তের সংখ্যা ৪০৭ জন।

অন্যদিকে, জেলার সাধারণ মানুষের মাঝে এখনও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা রয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি