ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচী শুরু 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ৩০ জুন ২০২০

‘গাছ লাগান পরিবেশ বাঁচান- গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’এই স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ। 

আজ মঙ্গলবার ছোটরায় ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

কাউন্সিলর মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরীসহ আরও অনকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির আহ্বানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। নগরীর প্রতিটি এলাকায় ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি