ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে রিক্সা-ভ্যান চালকদের মাঝে মৌসুমী ফল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫২, ৩০ জুন ২০২০

জয়পুরহাটে খেটে খাওয়া দুস্থ ও অসহায় রিক্সা-ভ্যান চালকদের মাঝে মৌসুমী ফল কাঁঠাল বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটির  উদ্যোগে এই ফল বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানবিক বাংলাদেশ সোসাইটির সদর উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবীবের নিজস্ব অর্থায়নে কাঁঠাল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সায়েম তুহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ইসরাফিল হোসেন, ফজলে রাব্বীসহ অন্যান্যরা।
 
মানবিক বাংলাদেশ সোসাইটির সদর উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবীব জানান,করোনার মহামারীর প্রথম থেকেই মানবিক বাংলাদেশ সোসাইটি খেটে খাওয়া দুস্থ, অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা এসব অসহায় মানুষদের কথা ভেবে মৌসুমী ফল কাঁঠাল বিতরণ করছি। স্বাধীন দেশে সকলের অধিকার আছে আম, কাঠালসহ মৌসুমী ফলের স্বাদ নেওয়ার। মানবিক বাংলাদেশ এর আগে মৌসুমী ফল আম বিতরণ করেছে। নিজ অর্থায়নে এখন পর্যন্ত প্রায় ৮০টি কাঁঠাল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি