ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩১, ৩০ জুন ২০২০

১৬৫তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা আদিবাসী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা এডভোকেট ইমরান হোসেন চৌধুরী। এতে পরিষদের সভাপতি জ্যাকব খালকো সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশু রাম মুরমু,  সহ সভাপতি দুলাল তিগ্যা, ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুজন  কুজুর। 

সভায় বক্তাগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি