ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

অপহরণের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার,গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৫, ৩০ জুন ২০২০

সিরাজগঞ্জের বেলকুচিতে অপহরণের ৬ দিন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ির একটি ধুনচা ক্ষেত থেকে লাশটি উদ্ধার এবং হত্যার সাথে সম্পৃক্ত একজন গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ।

জানা যায়, উদ্ধারকৃত কিশোরের নাম ইয়ামিন (১০)। সে উপজেলার চররান্ধুনি বাড়ি গ্রামের লাল চানের ছেলে।

ইয়ামিনের চাচা লাল মিয়া জানান,গত ২৫ জুন আমার ভাতিজা ইয়ামিন বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ১ দিন পরে আমার মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। ফোন পেয়ে আমরা থানায় গিয়ে একটি সাধারণ ডাইরি করি। আজ পুলিশ আমরা ভাতিজার লাশ উদ্ধার করেছে। 

বেলকুচি থানা অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বলেন,আমরা গতকাল রাতে সন্দেহজনকভাবে সুমন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদে সুমন এ হত্যার তথ্য প্রদান করলে ইয়ামিন নামের লাশ রান্ধুনিবাড়ি গ্রামের একটি ধুনচা ক্ষেত থেকে উদ্ধার করেছি।

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হসপিটালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সুমন নামের একজনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি