গাজীপুরে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ৩ হাজার
প্রকাশিত : ১০:৪৯, ১ জুলাই ২০২০
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৩ হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। আর প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত ৪১ জনের।
আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতোমধ্যেই রেডজোন ঘোষণা করেছে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি। কিন্তু গত ১২ জুন থেকে শুধুমাত্র কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডে লকডাউন কার্যকর রয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাক কর্মীরা রয়েছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়। যেখানে এখন পর্যন্ত ২ হাজার ৯০ জন করোনার শিকার হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা কালিয়াকৈর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪১৩ জন।
অন্যদিকে, জেলার সাধারণ মানুষের মাঝে এখনও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা রয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।
এআই//
আরও পড়ুন