ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই মেয়েকে গলা টিপে হত্যার পর বাবার বিষপান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে নানার বাড়িতে দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মোখেন্দু বড়ুয়া নামে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওর্য়াড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়া বাড়ির পাশে এই ঘটনা ঘটে।

দুই মেয়েকে গলা টিপে হত্যার পর বাবা নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান স্থানীয় ইউপি সদস্য ইউসুফ। নিহত দুই মেয়ে হল টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১) বছর।  

ঘটনাস্থলে উপস্থিত থাকা পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ দাশ হিরু জানান, ‘হত্যার বিষয়টি নিশ্চিত। তবে এ ঘটনা কি জন্য ঘটতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুই কন্যার বাবাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি