ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরামপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের বিরামপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু জিহাদ ওই এলাকার নুর ইসলামের ছেলে। 

শিশুটির মা জোসমিন আক্তার বলেন, ‘সকালে মাঠে কৃষি কাজের জন্য বেরিয়ে যান আমার স্বামী। পরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যাই। এ সময় জিহাদ বাড়িতেই খেলা করছিল। মাঠ থেকে ফিরে এসে জিহাদকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে জিহাদকে ভাসমান অবস্থায় দেখতে পাই। স্থানীয়রা জিহাদকে পানি থেকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।’

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ‘খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যের খবর শুনেছি। তাদের পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি