ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ১ জুলাই ২০২০

ঢাকা থেকে নাটোরে মামার বাড়ি বেড়াতে আসা বিধান সরকার (৪৭) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকায় তাঁর মামা কার্তিক দাসের বাড়িতে সে মারা যায়। 

এদিকে করেনা উপসর্গ থাকায় স্বজনদের কেউ তার সৎকারে এগিয়ে না আসায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম তার সৎকারের ব্যবস্থা করেন। মৃত বিধান সরকার নওগাঁ জেলার রানীনগর এলাকার দুলাল সরকারের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিধান সরকার মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে নাটোরের জংলি গ্রামে তার মামা মৃত কার্তিক সরকারের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। 

করোনা উপসর্গে তার মৃত্যুর পর স্বজনসহ এলাকাবসীদের কেউ তাকে সৎকার করতে রাজি হচ্ছিল না। ফলে রাজশাহী থেকে স্বেচ্ছাসেবক এনে জংলি সশ্মানে তার সৎকার করানো হয়েছে। বিধান সরকারের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কার্ত্তিক সরকারের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি