ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠিতে ইয়াবাসহ নারী আটক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ১ জুলাই ২০২০

ঝালকাঠি ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫শ ইয়াবাসহ স্থানীয় মাদক সম্রাট রাজার স্ত্রী বিলকিস বেগমকে (২৬) আটক করেছে। আজ বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌরসভাধীন মুজিব সড়কের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

এ ব্যাপারে ডিবি পুলিশ কর্তৃক ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশের একটি দল ১নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়কের বাসিন্দা চিহ্নিত মাদক সম্রাট ও বহু মামলার আসামি আরমান হক রাজার বাড়িতে অভিযান চালায়। এসময় রাজাকে না পেলেও তার মাদক ব্যবসার বিশ্বস্ত সহযোগী স্ত্রী বিলকিস বেগমকে ৫শ পিস ইয়াবাসহ আটক করা হয়। 

আটককৃত বিলকিস তার স্বামী রাজার সাথে একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি