ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে করোনায় ও উপসর্গে পুলিশসহ ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৫, ১ জুলাই ২০২০

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পুলিশের এক এএসআইসহ দুইজনের মৃত্যু হয়েছে। অপরজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী। আজ বুধবার দুপুরে ও ভোরে তাদের মৃত্যু হয়। 

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে আবুল কালাম (৩৪) নামের এক পুলিশ কর্মকর্তা আজ বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

মৃত আবুল কালারে বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বণিকপাড়া গ্রামে। তিনি জেলা পুলিশের এএসআই পদে রাজশাহী আদালতে কর্মরত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘করোনা পজিটিভ নিয়ে গত ২৪ জুন তাকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই দুপুর ১টার দিকে তিনি মারা যান।’

রাজশাহী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, ‘তিনি জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার পোস্টিং ছিল আদালতে। গত ২২ জুন তার করোনা পজিটিভ আসে। সেদিন রাতে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৪ জুন সকালে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৬ জুন রাত সাড়ে ৯টায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।’

অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীর মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রানা (৪৫)। তিনি রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। মাসুদ রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন। 

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস জানান, ‘মাসুদ রানার করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও মাসুদ রানার লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

এদিকে, রাজশাহীতে গত একদিনে ৬৯ জনের নমুনায় করোনা ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এদিন দুই ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ফলাফল আসে ৩৬৯ নমুনার। 

এ নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৬৭৯ জনে। এর মধ্যে চিকিৎসাধীন ৫৫৬ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে সাতজন আর হোম আইসোলেশনে ৫৪৯ জন।

রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ‘রাজশাহীর নতুন করোনা শনাক্ত ৬৯ জনের মধ্যে ১০ জন চিকিৎসকসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়াও তানোর উপজেলার ৮, চারঘাটের ২ এবং রাজশাহী নগরের ১৮ জন।’ 

তিনি বলেন, ‘রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি নগরীতে, ৪৫৫ জন। এছাড়াও বাঘায় ১৯, চারঘাটে ২৫, পুঠিয়ায় ১৪, দুর্গাপুর ১০, বাগমারায় ২৫ , মোহনপুরে ৩৫, তানোরে ৩৭, পবায় ৫১ ও গোদাগাড়ীতে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’

ডা. এনামুল হক বলেন, ‘রাজশাহীতে মঙ্গলবার পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৫, বাঘা, চারঘাট, মোহনপুর ও পবায় একজন করে।’ 

এছাড়াও গত ২৪ ঘন্টায় ৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় ১১৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এর মধ্যে নগরীর ৫৪, বাঘার ৪, চারঘাটের ১৩, পুঠিয়ার ৯, দুর্গাপুরের ৩, বাগমারার ৫, মোহনপুরের ৫, তানোরের ১৩, পবার ৭ ও গোদাগাড়ীর একজন।

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি