ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লঞ্চডুবিতে জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৮, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঢাকায় লঞ্চডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ বুধবার বেলা ১২টায় বরিশাল নগরীর লঞ্চঘাটের সামনে সংগঠনটির মহানগর সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘বিআইডব্লিউটিএর অব্যবস্থাপনার কারণে এ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।’

এ সময় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি