ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লঞ্চডুবিতে জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৮, ১ জুলাই ২০২০

ঢাকায় লঞ্চডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ বুধবার বেলা ১২টায় বরিশাল নগরীর লঞ্চঘাটের সামনে সংগঠনটির মহানগর সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘বিআইডব্লিউটিএর অব্যবস্থাপনার কারণে এ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।’

এ সময় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি