ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৪, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক তন্ময় দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম তরিকুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামছুল হাসেন মিরন,বাসসের জেলা প্রতিনিধি মেসবাউল হক মিঠু, মোহনা টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান শিপন, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল, চ্যানেল আইয়ের প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে বিদায়ী জেলা প্রশাসকের উদ্দ্যেশে জেলা সাংবাদিকরা উনার বিভিন্ন কর্মকান্ড ও তার দক্ষ ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন।

পরে বিদায়ী সংবর্ধনা নিতে গিয়ে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, আমি এই জেলাকে আমার নিজের মত করে দেখেছি। এ জন্য আপনারা জানেন আমি চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। কাজ করতে গিয়ে অনেক কাজ শেষ করেছি আবার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি সে কাজগুলো ও শেষ হবে।

পরিশেষে আপনারা যারা আমাকে এ সংবর্ধনা প্রদান করেছেন আপানাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি