ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে যমুনায় পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ২ জুলাই ২০২০

গত কয়েক দিন ধরে অব্যাহত বাড়ার পর সিরাজগঞ্জের যমুনা নদীতে সামান্য কমতে শুরু করেছে পানি। গত ২৪ ঘণ্টায় নদীর এ পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে তা ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্ভোগ কমেনি যমুনার তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। 

এদিকে যমুনায় পানি কমলেও এনায়েতপুর-সিরাজগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম পাড়ে যমুনার শাখা হুড়াসাগর, করতোয়া, গুমানী, আত্রাই নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার অন্তত ৫০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। 

রাস্তা-ঘাটসহ বিভিন্ন এলাকা তলিয়ে বেড়েছে নানা দুর্ভোগ। এছাড়া মিল্ক ভিটার আওতাধীন শাহজাদপুর ও উল্লাপাড়া অঞ্চলের বিস্তীর্ণ গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর প্রধান খাদ্য কাঁচা ঘাস সংকটে পড়েছে খামারিরা। এ অবস্থায় তাদের চড়া দামের খৈল, ভুসি, খর দিয়ে দুধ উৎপাদন করলেও দুধের ন্যায্য মূল্য পাচ্ছেনা তারা। 

এ ব্যাপারে খামারি নেতা ও মিল্ক ভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির জানান, ‘বর্তমানে সব জমি তলিয়ে ঘাসের সংকট দেখা দিয়েছে। দুধ উৎপাদনে খরচ বাড়লেও বর্তমানে আমরা আগের মতই ৪০ টাকার উপরে মূল্য দিতে পারছি না। অন্যান্য বছর আমরা দাম বাড়িয়েছি, ঢাকায় দুধ বিক্রি অব্যাহত ছিল। এখন করোনায় লকডাউন চলছে। অনেকেই ঢাকা ছাড়া। এ অবস্থায় দুধ বাজারজাত নিয়েও আমরা বিপাকে।’

তিনি জানান, ‘বর্তমান এই দুঃসময়ে খামারিদের পাশে সরকার যদি নজর না দেন, তাহলে সিরাজগঞ্জ-পাবনার খামারিরা পথে বসবে।’ 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি