ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে চিকিৎসকসহ আক্রান্ত আরও ১২ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ২ জুলাই ২০২০

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানসহ নাটোরে নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. মাহবুবকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। 

এদিকে ডাক্তার মাহবুবসহ তার পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।  

জেলার সিভির সার্জন ডা. মিজানুর রহমান জানান, ‘রামেক ল্যাব থেকে গতরাতে ডাক্তার মাহবুবসহ ১২ জন করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর রাতেই তাকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, ‘জেলায় এখন পর্যন্ত ১৮৬ জন করোনার ভুক্তভোগী। এর মধ্যে ৬৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর মারা গেছেন একজন।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি