ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ৪ 

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ২ জুলাই ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় নদী ও বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রামে সাকোয়া নামক নদীতে মাছ ধরতে যান কয়েকজন। এ সময় বজ্রপাতে জাহিদুল ইসলাম (২৮) ও রাকিব হাসান (২৩) ঘটনাস্থলেই  নিহত হন। আহত হন বাচ্চা মিয়া (২৭) ও শফিকুল ইসলাম (৩২)। তাদের সকলের বাড়ি উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

অপরদিকে, একই সময়ে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মন্টু মিয়া (৪১) ও আতিয়ার রহমান (৫০) নামে দু’জন নিহত হয়। তাদের বাড়ি উপজেলার পূর্ব বেজগ্রামে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি