ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা পেল ৫ শতাধিক বানভাসি

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১০, ২ জুলাই ২০২০

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ৫ শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু নৌকাযোগ এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন। এতে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি করে চিড়া, ডাল, লবণ ও চিনি। 

ত্রাণ বিতরণকালে সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি