ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর অনুদান পেল চুয়াডাঙ্গার ননএমপিও ৪৬৫ শিক্ষক-কর্মচারী

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৪, ২ জুলাই ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদান পেয়েছেন চুয়াডাঙ্গার ননএমপিও ৪৬৫ জন শিক্ষক-কর্মচারী। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। 

জেলা প্রশাসক বলেন, ‘মহামারি করোনার কারণে প্রধানমন্ত্রী ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য অনুদানের টাকা প্রদান করেছেন। চুয়াডাঙ্গায় প্রতি শিক্ষক ৫ হাজার ও কর্মচারীরা ২ হাজার ৫০০ টাকা করে অনুদান পাবেন। বিকাশের মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি