ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:২০, ২ জুলাই ২০২০

সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগরে গাড়ি চাপায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই তেল ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার হামকুড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলা শাহার ছেলে মনিরুল ইসলাম শাহা (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।  

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, নিহত দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে গুরুদাসপুর যাচ্ছিলেন। ভটভটিটি হামকুড়িয়া মান্নান নগর বাজার অতিক্রম করার পর বিকল হয়ে যায়। 

এ অবস্থায় ভটভটির চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি