ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে ৭২০ পিস ইয়াবাসহ আটক ১

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ২ জুলাই ২০২০

শেরপুরে র‌্যাব অভিযান চালিয়ে স্বপন আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৭২০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। স্বপন শেরপুর শহরের বাগরাকসা এলাকার ফজর আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ রোড এলাকার রাজাবাড়ী মোড় থেকে র‌্যাব-১৪ সদস্যরা তাঁকে আটক করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ রোড এলাকার রাজাবাড়ী মোড়ে অভিযান চালান। এসময় র‌্যাব স্বপন আলীকে আটক এবং তাঁর নিকট থেকে ৭২০ পিস ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করে।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া মাদক ব্যবসায়ী স্বপনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের ও তাঁকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন।
কেআই/
    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি