ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৪

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০০:০০, ৩ জুলাই ২০২০

নাটোরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার রামেক ল্যাব থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এছাড়া ফলোআপ ৩ জনের রেজাল্ট এসেছে করোনা পজেটিভ। নাটোর সিভিল সার্জন অফিস ২৮ জনের নমুনায় করোনা পজেটিভ রেজাল্ট আসার সত্যতা নিশ্চিত করেছে।

নাটোর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান,বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে নাটোরের ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জন ফলোআপসহ ৩১ জনের রেজাল্ট করোনা পজেটিভ আসে। নতুন করে আক্রান্ত ২৮ জনের মধ্যে ১১ জন সিংড়া উপজেলার, ৬ জন বড়াইগ্রাম,৫ জন গুরুদাসপুর, ১ জন বাগাতিপাড়ায়,১ জন সদর উপজেলার এবং ৪ জন সদর হাসপাতালে দেয়া নমুনা প্রদানকারী। অবশিষ্ট ৪৯ জনের রেজাল্ট নেগেটিভ। আক্রান্তদের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করাসহ আক্রান্তদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১৪ জন। এরমধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি