ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আরও ৮ জনের করোনা শনাক্ত  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ৩ জুলাই ২০২০

চুয়াডাঙ্গায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৫ জন। আর মৃত্যু হয়েছে ৩ জনের।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনের  করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরের ৩ ও দামুড়হুদা উপজেলায় ৫ জন। তারা হোম ও  প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৮১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে একজনের। 

আলমডাঙ্গায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪২ জন, দামুড়হুদায় ৭০ জন আক্রান্তে ইতিমধ্যেই ৪২ জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ০২ জন।  জীবননগর উপজেলায় করোনার শিকার ২৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১১জন। গত ১৯ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালিফেরত এক যুবক।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’

এআই/ এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি