ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে চরম দুর্ভোগে বন্যা কবলিতরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ৩ জুলাই ২০২০

মাঝে একদিন কমে সিরাজগঞ্জে যমুনায় আবারও বেড়েছে পানি। গত ২৪ ঘণ্টায় পানি ৪ সেন্টিমিটার বেড়ে আজ শুক্রবার সকালে তা বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বর্তমানে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার অন্তত ৪০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ এখন বন্যা আক্রান্ত। নতুন করে শাহজাদপুর, উল্লাপাড়ায় অন্তত আরও ৩০ গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। 

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা তীরবর্তী অন্তত ১০টি গ্রামের অধিকাংশ ঘরবাড়িতে পানি উঠে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন অসংখ্য মানুষ। 

বিশেষ করে মুলিবাড়ি এলাকার ভুক্তভোগী আশ্রয় নিয়েছেন সয়দাবাদ মহাসড়কের খোলা আকাশের নিচে। এতে করে বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার ও তাবুর সংকট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, ‘জেলার বন্যা দুর্গত পাঁচটি উপজেলায় ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি