ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে আক্রান্ত আরও ২৮ 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১০, ৩ জুলাই ২০২০

টাঙ্গাইলে নতুন করে ২৮ জনে শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৯৭ জনের করোনা শনাক্ত হলো।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩, মির্জাপুরে ১৩, কালিহাতীতে ২, ঘাটাইলে ১, মধুপুরে ৭, দেলদুয়ারে ১ ও বাসাইলে একজন। 

সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৭৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। আর ৪১১ জন টাঙ্গাইল, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি