ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৩, ৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ী শহরে তুহিন শেখ (৩২) নামে এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত তুহিন স্থানীয় আবুল শেখের ছেলে।

জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জেলা শহরের লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি স্বপন কুমার মজুদার জানান, ‘কারা, কি কারণে তুহিনকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।’

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি