ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে লরীর ধাক্কায় আ.লীগ নেতা নিহত

এম হেদায়েত,সীতাকুণ্ড 

প্রকাশিত : ২০:৫৩, ৩ জুলাই ২০২০ | আপডেট: ২০:৫৫, ৩ জুলাই ২০২০

চট্টগ্রামের সিটি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোস্তাকিম (৫৫) নিহত হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর আকবারশাহ থানার সিটি গেইটের সন্নিকটে সিডিএ এক নাম্বার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ফৌজদারহাট দুল্লভের বাড়ির মরহুম আবদুল মোনাফের প্রথম পুত্র। 

বিষয়টি নিশ্চিত করে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটন বলেন, নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি মোটরসাইকেল যোগে শহরে শ্বশুরবাড়ী যাওয়ার পথে সিডিএ এক নম্বর এলাকায় একটি লরীর ধাক্কায় গুরুত্ব আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি