ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:১১, ৩ জুলাই ২০২০ | আপডেট: ২১:১৩, ৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া পানিতে ডুবে সামিয়া আক্তার ফণী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের আশরাফ মাহমুদের কন্যা। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে এক বছর বয়সের শিশু সামিয়া আক্তার ফণী খেলতে গিয়ে সে পুকুরে ডুবে মৃত্যু হয়।

ফনীর দাদা মাওলানা মো.আবদুল্লাহ আল মামুন জানান, দুপুর ১২টার দিকে পুতনিকে ঘুমন্ত অবস্থায় রেখে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে চলে যান। ফণী ঘুম থেকে উঠে আমার বাড়ি সংলগ্ন পুকুরে গিয়ে পড়ে যায়। এসময় আমার বউমা ঘরে এসে ফণীকে দেখতে না পেয়ে বাড়ির চারদিকে খোঁজখবর নেয়। অবশেষে পুকুর পাড়ে গিয়ে দেখেন যে তার মেয়ে ফণী পুকুরে পানিতে ভাসছে। 

পরে তার মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। ফণীর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত-শত মানুষ লাশ দেখতে মাওলানার বাড়িতে অবস্থান করছে। এই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি