ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৩১, ৩ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হয়েছে।  জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত রোগীরা সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহাফজুর রহমান সরকার জানান, নতুন ৩ জন আক্রান্তসহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। আক্রান্তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলায় বিজিবি হাসপাতালের ৩ জন মেডিক্যাল এসিস্ট্যান্ট।

উল্লেখ্য,গত ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫২ জন, হরিপুর উপজেলায় ৩৫ জন, রাণীশংকৈল উপজেলায় ২৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন।। সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন ১৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি