ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

সুন্দরবনে হরিণের মাথাসহ মাংস উদ্ধার 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৭, ৪ জুলাই ২০২০ | আপডেট: ১৭:০৭, ৪ জুলাই ২০২০

পাচারের সময় সুন্দরবনের করমজল এলাকা থেকে হরিণের মাংস, একটি মাথা ও চারটি পা উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের করমজল ষ্টেশন কর্মকর্তা আজাদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আজাদ কবির জানান, ‘আজ শনিবার সকালে নিয়মিত টহলের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে একটি নৌকা রেখে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি। এতে সন্দেহ হয় বন প্রহরীদের। পরে নৌকাটি তল্লাশি করে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়। নৌকাটি বন বিভাগের জিম্মায় নেয়া হয়েছে।’

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। পরে বন্য প্রাণী পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া হরিণের মাংস বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি